বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের গ্রাহকরা ইউএসএসডি’র মাধ্যমে টেলিটক নম্নর থেকে সহজেই বিল জমা দিতে পারেন। এজন্য *727# ডায়াল করে পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে হবে।
অথবা আপনি চাইলে *727*2# দিয়ে সরাসরি বিল পেমেন্ট অংশে বা অন্য যে কোনো অংশে সরাসরি প্রবেশ করতে পারেন।
1 ডায়াল করে সাবস্ক্রাইবার রেজিস্ট্রেশন করুন; এসএমএস একাউন্ট নম্বর ও কন্টাক্ট নম্বর সংযুক্ত করতে হবে।
রেজিস্ট্রেশন কনফার্ম হলে নিচের মেসেজটির মতো একটি বার্তা পাবেন-
Mr. Shokkur Ali
Account Number (1069076335150)
ID (960275)
Contact No: 01554841966
*727*1# এর পর 2ডায়াল করে ওয়ালেট রেজিস্ট্রেশন করা যাবে; এসএমএস একাউন্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, কন্টাক্ট নম্বর ও নাম সংযুক্ত করে ইয়েস প্রেস করতে হবে।
রেজিস্ট্রেশন কনফার্ম হলে নিচের মেসেজটির মতো একটি বার্তা পাবেন-
Congrats ,Mr. Shokkur Ali successfully registration complete for REB bill Payment
Your ID is (96025)
pin (6667)
contact Number :01554841966
রিটেইলার একাউন্ট থেকে সাবস্ক্রাইবারের একাউন্টে ব্যালান্স ট্রান্সফার করতে:
*727*9* রিটেইলারের একাউন্ট নম্বর*সাবস্ক্রাইবারের একাউন্ট নম্বর*টাকার পরিমাণ*পাসওয়ার্ড#