অপেক্ষা / হোল্ডিং কল
কল ওয়েটিং

টেলিটকে আপনি চাইলে একটি নম্বরে কথা বলাকালীন সময়ে অন্য একটি কল এলে প্রথম কলটি হোল্ড করে দ্বিতীয়টি গ্রহণ করতে পারবেন। এমনকি চাইলে দুটি কলকেই সংযুক্ত করে কথা বলতে পারবেন। চমৎকার এ সেবা’র নাম কল ওয়েটিং - চালু করতে আপনার মোবাইলের হ্যান্ডসেট সেটিংস থেকে কল সেটিংসে ঢুকে Call Waiting অপশনটি Activate করে দিতে হবে।