টেলিটকে আপনি চাইলে একটি নম্বরে কথা বলাকালীন সময়ে অন্য একটি কল এলে প্রথম কলটি হোল্ড করে দ্বিতীয়টি গ্রহণ করতে পারবেন। এমনকি চাইলে দুটি কলকেই সংযুক্ত করে কথা বলতে পারবেন। চমৎকার এ সেবা’র নাম কল ওয়েটিং - চালু করতে আপনার মোবাইলের হ্যান্ডসেট সেটিংস থেকে কল সেটিংসে ঢুকে Call Waiting অপশনটি Activate করে দিতে হবে।